গোপাল সিং, খোয়াই, ৩০ ডিসেম্বর || খোয়াই পূর্ব গনকী জামটিলা জনজাতি এলাকায় জনজাতি ভাইবোনেদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। বুধবার পূর্বোদয় সামাজিক সংস্থার সম্পাদিকা তথা মুখ্যমন্ত্রী জায়া নীতি দে, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব অমিত রক্ষিত সহ খোয়াই মন্ডলের নেতৃত্বরা ২৫০ জন জনজাতি ভাই-বোনেদের মধ্যে শীতবস্ত্র কম্বল সহ অন্যান্য সামগ্রী বিতরণ করেন। এদিন পূর্ব-গনকীর জামটিলাবাসিদের উষ্ণ অভ্যর্থনায় আপ্লুত পূর্বোদয়ের সম্পাদিকা নীতি দেব।