বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১১ ফেব্রুয়ারী || বৃহস্পতিবার শান্তির বাজার দ্বাদশ শ্রেনী বিদ্যালয় মাঠে এক জনসমাবেশে মিলিত হন মুখ্যমন্ত্রী। সমাবেশে তিনি বলেন, রাজ্য সরকার সর্বত্র বিকাশের আলো পৌঁছে দিতে বদ্ধপরিকর। শুধু শান্তিরবাজার এলাকাতেই ২০১ কোটি টাকার উন্নয়নের কাজ হয়েছে। আগামী দিনে এই ধারাকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই সরকারের মুখ্য উদ্দেশ্য।
এই জনসমাবেশে উদ্ভোদকের পাশাপাশি উপস্থিত ছিলেন সাব্রুম বিধানসাভার বিধায়ক শঙ্কর রায়, ৩৬-শান্তির বাজার বিধানসভার বিধায়ক প্রমোদ রিয়াং, বিলোনিয়া বিধানসভার বিধায়ক অরুন ভৌমিক, দক্ষিন জেলার জেলা সভাধিপতি কাকলী দাস দত্ত, টি আই ডি সির চেয়ারম্যান টিঙ্কু রায়, দক্ষিন জেলার জেলা শাসক দেবপ্রীয় বর্ধন সহ অন্যান্য আধিকারিকরা।