বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৩ ফেব্রুয়ারী || বেটি বাঁচাও বেটি পড়াও এই স্লোগানকে সামনে রেখে ব্যাপক উৎসাহের সহিত কন্যাসন্তানকে বরণ করে নিলো এক পিতা।
গত ৬ই ফেব্রুয়ারী শান্তির বাজার জেলা হাসপাতালে কন্যা সন্তানের জন্মদিলো শান্তির বাজার মহকুমার খগেন্দ্র চৌধুরী পাড়ার বাসিন্দা সুমন দেবনাথের সহধর্মীনি। বর্তমান সমাজে কন্যা সন্তানের জন্মের খবর পেলেই অধিকাংশ লোকজনের মন খারাপ হয়ে যায়। রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার প্রতিনিয়ত চাইছে সকলে যেন কন্যা সন্তানের প্রতি যত্ন নেয়। কেন্দ্রীয় সরকারের এই আদর্শে কন্যা সন্তান জন্ম হবার পর শনিবার শান্তির বাজার জেলা হাসপাতাল থেকে এক র্যালির মাধ্যমে নিজ বাড়ী পর্যন্ত কন্যা সন্তানকে নিয়ে আসলো পিতা সুমন দেবনাথ। এই কর্মসূচীর মধ্যদিয়ে শান্তির বাজারের লোকজনদের প্রতি বার্তা দেয় যাতে করে সকলে কন্যা সন্তানের প্রতি যত্ন নেয়। যাতে করে কন্যা সন্তানরা অবহেলার স্বীকার না হয় তার বার্তা দিলো সুমন দেবনাথ। সে চাইছে কেন্দ্রীয় সরকারের মূল বার্তাটি সকলের কাছে পৌঁছে দিতে। বেটি বাঁচাও বেটি পড়াও ।