আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ ফেব্রুয়ারী || ভয়াবহ যান দূর্ঘটনা আগরতলা ড্রপ গেইট এলাকায়। একটি মূমুর্ষ রোগী সহ এম্বুল্যান্সের সাথে টি আর ০১ বি এম ০৫৯৬ নম্বরের একটি মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হয় প্রায় ৪ জন। গুরুতর আহত হয় দু’জন। ঘটনা আগরতলার ড্রপ গেইট পুলিশ কোয়ার্টারের সন্মুখে। নাকের ডগায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা থেকেও গুরুতর আহত যুবক ও রোগীদের হাসপাতালে পাঠাতে বিলম্ব হয়। পথচারীদের সহায়তায় দীর্ঘ সময় পর আহতদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ঘটনাস্থলে আতঙ্ক।
