আপডেট প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৫ ফেব্রুয়ারী || নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যার পথ বেছে নিল এক যুবক। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন করইলং শীল পাড়া এলাকায়। মৃত যুবকের নাম প্রসেনজিৎ গিরি (২৬)। ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন করইলং শীল পাড়া এলাকার বাসিন্দা রবীন্দ্র গিরির ২৬ বছর বয়সী যুবক প্রসেনজিৎ গিরি বাড়ির সকলের অলক্ষ্যে নিজ ঘরে রবিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ছটা নাগাদ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। জানা যায়, প্রসেনজিতের বাবা কর্মসূত্রে আগরতলায় থাকেন এবং তার মা কোন এক কারনে পার্শ্ববর্তী বাড়িতে গিয়েছিল। আর সেই নির্জনতার সুযোগকে কাজে লাগিয়েই সে গলায় ফাঁস লাগায়। প্রসেনজিতের মা বাড়িতে এসে তাকে ডাকাডাকি করলে কোন সাড়া পায়নি। ফলে চিৎকার চেচামেচি শুরু করে। প্রসেনজিতের মায়ের চিৎকারে পার্শ্ববর্তী বাড়ির লোকজন ছুটে আসে এবং প্রসেনজিতের ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে দেখতে পায় প্রসেনজিৎ গলায় ফাঁস লাগিয়ে ফাঁসির দঁড়িতে ঝুলছে। ছেলের এমন মৃত্যুর দৃশ্য মা প্রত্যক্ষ করে শুধু বুক ফাটা চিৎকার করতে থাকে। প্রসেনজিতের মায়ের বুকফাটা কান্নায় এলাকার আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। ছেলের এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছে না জন্ম দায়নি মা।
পরে ঘটনার খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায়। তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রসেনজিতের মৃতদেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে নিয়ে আসে। প্রসেনজিতের এমন আকস্মিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।