আপডেট প্রতিনিধি, বক্সনগর, ২২ মার্চ || দুষ্কৃতিকারীদের আগুনে পুড়ে ছাই একটি বাইক। জানা যায়, গত মঙ্গলবার রাত আনুমানিক ১টায় কলমচৌড়া থানাধীন মানিক্যনগর গ্রাম পঞ্চায়েতের ১নং ওয়ার্ডের নজরুল ইসলামের হিরো হোন্ডা কোম্পানির এক্সট্রিম বাইকটি দুষ্কৃতিকারীরা আগুন লাগিয়ে দেয়। আগুন লাগানোর পর যখন আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে, বাইকের মালিক বিষয়টি টের পেয়ে তড়িঘড়ি নিজের ঘর থেকে ওঠে প্রথমে বাইকে লাগানো আগুন নিভানোর চেষ্টা করে।পরে এলাকার লোকজন এসে জল দিয়ে নজরুলের বাইক ও বসত ঘরটি বাঁচানোর চেষ্টা করেও বাইকটিকে আগুন থেকে রক্ষা করা যায়নি। বাইকের টুলবক্সে থাকা বাইকের লাইসেন্স ও ইন্সুরেন্স সহ মূল্যবান কাগজ পত্রও পুড়ে ছাই হয়ে যায়। পুড়ে যাওয়া বাইকের নাম্বার ছিল টি আর ০২ টি ৫০২৩। এই ঘটনার জেরে বাইকের মালিক বুধবার সকাল বেলা কলমচৌড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।