আপডেট প্রতিনিধি, শান্তিরবাজার, ০৩ জুন || বিভিন্ন দল ত্যাগ করে সি পি আই দলে যোগ দিলেন ৮২ জন ভোটার। জানা যায়, বৃহস্পতিবার ৩৬-শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বকাফা ব্লকের অন্তর্গত কিন্টু পাড়া এডিসি ভিলেজে ২০টি পরিবারের ৮২ জন ভোটার সিপিআই দলে যোগদান করেন। তাদের হাতে লাল পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন এলাকার জনপ্রিয় সিপিআই নেতা তথা AIYF রাজ্য সহ-সম্পাদক সত্যজিৎ রিয়াং। এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন AIYF নেতা ক্ষুদিরাম রিয়াং, অমেন্দ্র রিয়াং, আব্রাহাম রিয়াং, জি এম পি নেতা সমীর রিয়াং, রঞ্জন রিয়াং এবং AIYF নেতা কিষান সরকার প্রমুখ।