বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৪ জুলাই || শান্তিরবাজার মহকুমার মাষ্টার পাড়ার বাসিন্দা জয়ন্ত বণিক পেশায় বহিঃরাজ্যে কর্মরত অবস্থায় রয়েছে। জয়ন্ত বণিক প্রত্যেক বছর বড় আকারে জন্মদিন পালন করে। এইবছর করোনা মহামারির ফলে বাড়ীতে আসতে পারেনি জয়ন্ত। অপরদিকে এই জন্মদিন উৎযাপন করার জন্য বেতিক্রমী পথ বেছে নিলো জয়ন্ত। জয়ন্ত জন্মদিন উপলক্ষ্যে উদয়পুর শালগড়া আলোর দিশারী চিড্রেন হোমে শান্তিরবাজারে ওর বন্ধুদের দিয়ে জন্মদিন পালন করলো। হোমের শিশুদের দিয়ে জন্মদিনের কেঁক কেটে শিশুদের মধ্যে পড়াশুনা করার সামগ্রী ও ফল বিতরণ করে। এতেকরে আশ্রমে থাকা শিশুরা কিছু সময়ের জন্য আনন্দ উপভোগ করে। জয়ন্ত বণিকের এইধরনের উদ্দ্যোগকে হোমের কতৃপক্ষ সাধুবাদ জানিয়েছেন।