সাগর দেব, তেলিয়ামুড়া, ০৭ জুলাই || পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী ডি ওয়াই এফ আই তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে বুধবার সকাল এগারোটা নাগাদ আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে এবং বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সমর্থকদের ওপর শাসক দলের আক্রমণ বন্ধের দাবিতে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়ার নিকট এক ডেপুটেশন প্রদান করা হয়। এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই মহকুমা কমিটির সদস্য শংকর দাস সম্পাদক রঞ্জু দাস, ডি ওয়াই এফ মহকুমা কমিটির সভাপতি প্রদীপ দেববর্মা সহ অন্যান্য সদস্যরা। মূলত পাঁচজনের একটি প্রতিনিধি দল গিয়ে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করেন। ডেপুটেশন প্রদান করে মহকুমা পুলিশ আধিকারিকের কক্ষ থেকে বেরিয়ে এসে প্রতিনিধিদলের সদস্যরা সাংবাদিকদের সাথে সংক্ষিপ্ত কথোপকথনে বর্তমান বিজেপি-আইপিএফটি জোট সরকারের কড়া সমালোচনা করে বলেন, রাজ্যে প্রতিনিয়ত খুন ধর্ষণ থেকে শুরু করে নানা অপরাধমূলক কার্যকলাপ দিনকে দিন ক্রমাগত বেড়েই চলেছে। তৎসঙ্গে রাজ্যে বিরোধীদলের কর্মী-সমর্থকদের উপর ক্রমাগত আক্রমণ সংঘটিত হচ্ছে। এক প্রকার বিরোধী দলগুলির কণ্ঠ স্তব্ধ করার চেষ্টা করা এবং চক্রান্ত চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। বর্তমান শাসকদল এবং বর্তমান কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনায় মুখর ছিলেন ডি ওয়াই এফ আই এর তেলিয়ামুড়া মহকুমা কমিটির নেতৃবৃন্দরা। তৎসঙ্গে তারা আরো বলেন যে, রাজ্যে বর্তমানে আইনের শাসন নেই, মূলত এই দাবি নিয়ে এই ডেপুটেশন। আগামী দিনগুলিতে রাজ্যের আইনের শাসন পূর্ণ প্রতিষ্ঠা করার দাবি জানায় রাজ্যের আপামর জনগণের কাছে।