ভ্যাকসিন প্রদান করতে গিয়ে আক্রান্ত স্বাস্থ্যকর্মী, অভিযোগের এক ঘন্টার মধ্যে আটক অভিযুক্ত

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৪ জুলাই ||   অভিযোগের এক ঘন্টার মধ্যে অভিযুক্তকে আটক করলো শান্তিরবাজার থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার করোনা ভ্যাকসিন প্রদান করতে গিয়ে কাঁঠাল বাগান এলাকায় পারেন্দ্র রিয়াং ও উনার ছেলে প্রনজয় রিয়াং এর হাতে আক্রান্ত হয় স্বাস্থ্যকর্মী সুধা মগ। এই ঘটনার পরিপেক্ষিতে স্বাস্থ্য দপ্তরের উদ্দ্যোগে আক্রমনকারীর নাম দিয়ে শান্তির বাজার থানায় এক লিখিত মামলা দায়ের করা হয়। মামলা দায়ের করার এক ঘন্টার মধ্যে এলাকায় গিয়ে অভিযুক্ত দুইজনকে আটক করলো শান্তির বাজার থানার পুলিশ।  এই ঘটনার বিবরণ সংবাদমাধ্যমের সামনে জানান শান্তির বাজার থানার ওসি সুব্রত চক্রবর্তী।  তিনি জানান, অভিযুক্ত দুইজনের বিরুদ্ধে  ৩৩৩/৩৫৩ আই পি সি এক্ট ও সেকশান ৩ এ মেডিকেয়ার এক্টে মামাল গ্রহন করা হয়েছে।  মেডিকেয়ার এক্ট নতুন বলে জানান ওসি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*