আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই || ত্রিপুরার রাজ্যপাল হিসেবে শপথ নিলেন রাজ্যের নব নিযুক্ত রাজ্যপাল সত্য দেব নারায়ন আরিয়া। বুধবার সকালে রাজভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উনি শপথ গ্রহণ করেন। উনাকে এদিন শপথ বাক্য পাঠ করান ত্রিপুরা হাই কোর্টের মূখ্য বিচারপতি অখিল আব্দুল হামিদ কুরেশি।