আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ আগষ্ট || আগরতলা জিবি হাসপাতালে আয়ুষ্মান কাউন্টারটি দীর্ঘদিন ধরে বন্ধ। এমনটাই অভিযোগ হাসপাতালে আসা রোগীর পরিবার পরিজনদের। এর ফলে কোনরকম ওষুধ পাচ্ছেন না হাসপাতলে আশা রোগীরা। জানা যায়, এই কাউন্টারে নিযুক্ত কর্মীরা দীর্ঘ তিন মাস যাবত বেতন না পেয়ে কাউন্টারটি তালাবন্দি করে দেয়। এর ফলে দুর্ভোগের শিকার দূর দূরান্ত থেকে আসা রোগী এবং তার পরিজনরা। এমনটাই অভিযোগ রোগীর পরিবার পরিজনদের।