জনজাতি লোকজনদের মধ্যে সুতো বিতরণ

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১২ আগষ্ট || বিশ্ব আদিবাসী দিবসের দিন থেকে তিপ্রা মথা দল এক সিদ্বান্ত হাতে নিয়েছে। ত্রিপুরা রাজ্যে সবকয়টি এডিসি এলাকায় জনজাতি অংশের লোকজনদের মধ্যে সুতো বিতরণ করা হবে। ত্রিপুরার জনজাতি অংশের লোকজনেরা নিজেদের তৈরি ঐতিয্যবাহী পোশাক পরিধান করা পছন্দ করে। তাই জনজাতী অংশের লোকজনদের ঐতিয্যবাহী বস্ত্র তৈরীতে উৎসাহিত করতে তিপ্রা মথা দলের উদ্দ্যোগে বিভিন্ন এডিসি এলাকায় সুতো বিতরণ করা হচ্ছে। বৃহস্পতিবার এই কর্মসূচীর অঙ্গ হিসাবে শান্তির বাজার মহকুমার অন্তর্গত লক্ষীছড়া এডিসি ভিলেজে জনজাতি অংশের লোকজনদের মধ্যে সুতো বিতরণ করা হয়। তিপ্রা মথা দল থেকে এই সুতো পেয়ে জনজাতী অংশের লোকজনেরা খুবই আনন্দিত।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*