সাগর দেব, তেলিয়ামুড়া, ১৩ আগষ্ট || বিপর্যয় মোকাবেলার মহড়া শেষে ফায়ার স্টেশনে ফিরে আসার পথে ফায়ার সার্ভিসের গাড়ির সাথে বাইকের সংঘর্ষে আহত বাইক চালক সহ বাইক আরোহী। ঘটনা তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানাধীন হাজরা বাড়ি এলাকার বিলাইহাম চৌমুনী রামবাবু পাড়াতে। বর্তমানে আহতদের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহাকুমার হাসপাতাল।
সংবাদে জানা যায়, তেলিয়ামুড়া দমকল কর্মীরা গাড়ি নিয়ে হাজরা পাড়া এলাকায় বিপর্যয় মোকাবিলার মহড়ায় অংশ গ্রহণ করে। মহড়া শেষ করে ফায়ার সার্ভিস স্টেশন আসার পথে বিলাই হাম পাড়া চৌমুহনীতে আসা মাত্রই বিলাই হাম থেকে আসা মোটর বাইকের সাথে সংঘর্ষ ঘটে। এতে বাইক চালক মতীন্দ্র রিয়াং এবং ঝুটন দেববর্মা আহত হয়।
আহতদের ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। দুজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। আহতদের চিকিৎসার ব্যায়ভার ফায়ার সার্ভিস থেকেই করা হচ্ছে বলে জানা গেছে।