বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১০ সেপ্টেম্বর || নারীশক্তি বৃদ্ধীর লক্ষ্যে কাজ করে চলছে তিপ্রা মথা দল। দলের উদ্দ্যোগে তিপ্রা মথা দলের মহিলাদের নিয়ে মনপাথর দক্ষিন জোনাল অফিসের কনফারেন্স হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অন্যান্য দলকে টেক্কা দিয়ে মহিলা নেতৃত্বদের সংগঠনকে শক্তিশলী করে গড়ে তোলার লক্ষে শুক্রবার আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় দলের আগামী দিনের বিভিন্ন কর্মসূচীর সিদান্ত গ্রহণ করা হয়। তিপ্রা মথা দল কতৃক আয়োজিত এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা মহিলা ফেডারেশনের সেক্রেটারী মনিহার দেবর্বমা, সিন্ধু কন্যা জমাতিয়া, বিস্মতি রিয়াং, জোনালের জয়েন চেয়ারম্যান হরেন্দ্র রিয়াং, সাব জোনাল চেয়ারম্যান রঞ্জীত রিয়াং, শান্তির বাজারের TWF এর প্রেসিডেন্ড সোনম রিয়াং, জেনালতি রিয়াং সহ অন্যান্য নেতৃত্ব বৃন্দরা। এই আলোচনাসভায় দলের নেতৃত্বদের পাশাপাশি দলের সমর্থীত কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।