বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১০ সেপ্টেম্বর || শান্তির বাজার বগাফা রোডের কিছু সংখ্যক ব্যাবসায়ীদের উদ্দ্যোগে আয়োজন করা হলো সিদ্ধী বিনায়ক গনেশ পূজার। বিগত দিনেও এই সকল ব্যবসায়ীরা গনেশ পূজা করেছিলো। মাঝ দিয়ে ৪ বছর যাবৎ পূজা বন্ধ ছিলো। এইবছর পুনরায় মহামারি থেকে লোকজনদের রক্ষনার্থে গনেশ পূজার আয়োজন করলো বগাফা রোডস্থিত কিছু সংখ্যক ব্যবসায়ী। শুক্রবার রাত্রি ৭টা ৩০ মিনিট নাগাদ ফিতা কেটে ও প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে গনেশ পূজা সকলের জন্য উন্মুক্ত করলেন ৩৬-শান্তির বাজার বিভানসভার বিধায়ক প্রমোদ রিয়াং। অনুষ্ঠানে উদ্ভোধকের পাশাপাশি উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শ্যামলাল দেবনাথ, বিশিষ্ট সমাজসেবী দুলাল দেবনাথ, শান্তির বাজার ব্যাবসায়ী কমিটর সভাপতি সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা জানান, শান্তির বাজারের লোকজনের গনেশ পূজা সম্পর্কে তেমন ধারনা নেই। যাদের বহিঃরাজ্যের সঙ্গে যোগাযোগ আছে তারাই গনেশ পূজা সম্পর্কে জানবে। বিশেষ করে ভারতবর্ষে মহারাষ্ট্রে গনেশপূজা আনন্দের সহিত করে থাকেন। বর্তমানে ত্রিপুরা রাজ্যেও গনেশপূজা বিস্তার লাভ করছে। বর্তমান সময়ে শান্তির বাজারে এইধরনের পূজার আয়োজন করার উদ্দ্যোগতাদের বিশেষ ধন্যবাদ জানিছেন বক্তরা। তার পাশাপাশি সকলকে করোনা মহামারি থেকে রক্ষার জন্য ভগবান গনেশের নিকট প্রার্থনা করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দরা। আগামী সোমবার পর্যন্ত চলবে এই গনেশ পূজা। মঙ্গবার মূর্তি বিষর্জন দেওয়া হবে। ১ লক্ষ ৩০ হাজার টাকা বাজেটের মধ্যে এই পূজা করা হচ্ছে বলে জানাযায়। সোমবার পূজায় আগত লোকজনদের পুস্প ভোগ দেওয়া হবে বলে জানান পূজার উদ্দ্যোগতারা। তাছাড়া পূজা কমিটির উদ্দ্যোগে বিভিন্ন সমাজসেবা মূলক কর্মসূচী নেওয়া হয়েছে বলে জানা যায়।