আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্টেম্বর || গণেশ পূজার বিসর্জনকে কেন্দ্র করে বিদ্যাসাগর এলাকায় বামপন্থী ছাত্র সংগঠনের এক কর্মীকে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। রক্তাক্ত যুবকের নাম কিষান সাহা। জানা যায়, এদিন কিছু দুর্বৃত্ত বাহিনী কথা কাটাকাটিকে কেন্দ্র করে তার উপর আক্রমণ করে বলে জানায়। এই ঘটনায় পুলিশকে খবর দেওয়া হলে পুলিশের উপরও আক্রমণ করে দুর্বৃত্ত বাহিনীরা বলে জানা যায়। বর্তমানে আই জি এম হাসপাতালে ওই যুবকের চিকিৎসা চলছে। এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক বিরাজ করছে।