আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ সেপ্টেম্বর || রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রী সুশান্ত চৌধুরীকে শুভেচ্ছা জানানো হয়েছে। জে.আর.সি. অর্থাৎ জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের পক্ষ থেকে চার সদস্যের এক প্রতিনিধি দল বৃহস্পতিবার বিকেলে মহাকরণে ওনার অফিস কক্ষে সৌজন্যমূলক সাক্ষাৎকারেপুষ্পস্তবকে ওনাকে শুভেচ্ছা জ্ঞাপন মিলিত হয়ে পুষ্পস্তবকে ওনাকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। সাংবাদিক বিনোদন ক্লাবের পক্ষ থেকে নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শ্রীচৌধুরীর হাত ধরে রাজ্যে ক্রীড়ার প্রসার এবং মানোন্নয়ন ঘটবে বলে সচিব অভিষেক দে প্রত্যাশার কথা ব্যক্ত করেন। এর-ই ফলপ্রসূতে জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব, বিনোদন মূলক কর্মকান্ডে অনেকটা উৎসাহ পাবে বলে অনুমান।