১২৫’তম জন্মদিবসে হিজম ইরাবৎ সিং-এর আবক্ষ মূর্তিতে সিপিআই’র শ্রদ্ধা জ্ঞাপন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ সেপ্টেম্বর || কিংবদন্তী সিপিআই নেতা, মনিপুর এবং বৃহত্তর অসমে কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা হিজম ইরাবৎ সিং-এর ১২৫’তম জন্মদিবস উপলক্ষে বৃহস্পতিবার ধলেশ্বর কল্যাণীস্থিত উনার আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন সিপিআই নেতৃত্বরা। এসময় উপস্থিত ছিলেন সিপিআই রাজ্য সহ-সম্পাদক ডাঃ যুধিষ্টির দাস, সিপিআই সদর বিভাগীয় সম্পাদক মিলন বৈদ্য, পার্টির সদর বিভাগের সহ-সম্পাদক তপন নন্দী, সিপিআই নেত্রী তুলসী দাস কপালি, সিপিআই রাজ্য পরিষদের সদস্য সুব্রত দেবনাথ সহ অন্যান্যরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*