আপডেট প্রতিনিধি, সোনামুড়া, ২৬ অক্টোবর ||
মঙ্গলবার সিকালে সোনামুড়া টাউন হলে সদ্য প্রয়াত রাজ্য বামপন্থী নেতা বিজন ধরের স্মরন সভা অনুষ্ঠীত হয়। বিজন ধর ১৯৫১ সালে এক শিক্ষক পরিবারে জন্ম গ্রহন করেন। এরপর ৭০ এর দশকে তিনি সরাসরি ভাবে বামপন্থী মতাদর্শগত ভাবে নিজেকে গড়ে তোলার আপ্রান চেষ্টা চালিয়ে যান, এর পর তিনি সফল হয়েছন বটে। রাজ্য রাজনীতিতে তিনি ছিলেন এক উজ্জলতল নক্ষত্র। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তিনি ছিলেন প্রকৃত অর্থে একজন ত্বাত্তিক, শিক্ষিত রাজনীতিবিদ। গত ১১ই অক্টোবর তিনি না ফেরার দেশে চলে যান। যার ফলে ভারতীয় রাজনীতিতে বামপন্থীরা হারাল তাদের এক অমূল্য সম্পদকে, যার অভাব প্রতিটা মূহুর্ত তাড়া করে বেড়াবে।
এদিনের এই স্মরন সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা প্রাক্তন মূখ্যমন্ত্রী মানিক সরকার, ভানুলাল সাহা, রতন সাহা, সহিদ চৌধুরী, শ্যমল চক্রবর্তী, সামসুল হক, বিজন ধরের সহধর্মীনি ইলা ধর, ছোট ভাই সমীর ধর, মেয়ে এবং বোনরা।
এদিন মানিক সরকার বলতে গিয়ে বলেন, বিজন ধর ছিলেন রাজ্য রাজনীতির এক অন্যতম অভিবাবক যার অভাব কোনোদিন পূরণ হবেনা। তিনি ছিলেন অত্যন্ত নরম প্রকৃতির মানুষ। রাজ্য রাজনীনির সিদ্ধান্ত গ্রহনেও তার ভূমিকা ছিল অসিম। তিনি তাও তুলে ধরেন বিজন ধরের স্বপ্নছিল সর্বহারা শ্রেনীর মানুষের জন্য কাজ করে যাওয়া যা তিনি করেও গেছেন। আর তার বাকি কাজ গুলো পূরণে আমাদের ঐক্যবদ্ধ ভাবে যথার্থক ভূমিকা পালন করতে হবে। রাজ্যের আকাশে যে কালো মেঘ রয়েছে তাকে সরিয়ে পূর্ব আকাশে রক্তে রাঙ্গা লাল সূর্যের উদয় ঘটাতে হবে, তবেই রাজ্যবাসীর মঙ্গল সাধিত হবে। উক্ত সভায় বামপন্থী কর্মী সমর্থকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।