আপডেট প্রতিনিধি, উদয়পুর, ২৭ অক্টোবর || জাতীয় কংগ্রেসের উদ্যোগে সৌমিত্র বিশ্বাসের নেতৃত্বে উদয়পুর মহকুমা শাসক তথা উদয়পুর পৌরসভা নির্বাচনের রিটানিং অফিসারের কার্যালয়ের সামনে ধর্ণা সংগঠিত করা হয়। বুধবার উদয়পুর পৌর নির্বাচন সংক্রান্ত ভোটার তালিকা ও নথিপত্র প্রদানের দাবিতে ধর্ণা অনুষ্ঠিত হয়। প্রত্যেক নির্বাচনে সমস্ত নথিভুক্ত জাতীয় রাজনৈতিক দলকে নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য ভোটার তালিকা সহ গুরুত্বপূর্ণ তথ্যাদি প্রদান করা হয়, কিন্তু এবার উদয়পুর রিটানিং অফিসার কোন প্রকার ভোটার তালিকা সহ নথি প্রদান করেননি। অপরদিকে অমরপুর রিটানিং অফিসার সমস্ত রাজনৈতিক দলকে ভোটার তালিকা সহ সকল তথ্যাদি সম্বলিত নথি প্রদান করেন। কংগ্রেস নেতা সৌমিত্র বিশ্বাস দবি করে একই জেলার অন্তর্গত নির্বাচন কমিশনের অধীন দুই রিটানিং অফিসারের দুই রকম আইন হতে পারে না। এর পরিপ্রেক্ষিতে কংগ্রেস দল আগাম কারচুপির আশঙ্কা করছে। ধর্ণা প্রায় ঘন্টা ব্যাপী চলতে থাকে। পরবর্তী সময়ে রিটানিং অফিসার রাধাকিশোরপুর থানার ওসি ও মহকুমা পুলিশ অধিকারী ও কংগ্রেস নেতা সৌমিত্র বিশ্বাসের সঙ্গে সদার্থক আলাপ আলোচনা সাপেক্ষে কংগ্রেস আন্দোলন প্রত্যাহার করে। এরপর কংগ্রেস ভবনে কংগ্রেস ভবনে কংগ্রেস কর্মী ও নেতৃবৃন্দের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উদ্ভব পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এবং পৌরসভা নির্বাচন উপলক্ষে বিস্তৃত পর্যালোচনা হয় সেই সাথে নির্বাচনী রুপরেখা তৈরি করা হয়। সভায় উপস্থিত ছিলেন পরিমল ভৌমিক, নিত্যা গোপাল সাহা, প্রদীপ সরকার, দীপঙ্কর সাহা, প্রদীপ রায় প্রমুখ।