সাগর দেব, তেলিয়ামুড়া, ৩১ অক্টোবর || ফের গাঁজা উদ্ধার তেলিয়ামুড়া মুঙ্গিয়াকামি থানাধীন ৩৭ মাইল এলাকায়। ঘটনার বিবরণ দিয়ে পুলিশ জানায়, শনিবার রাত আনুমানিক ১২টা নাগাদ ৩৭ মাইল এলাকায় এলাকার স্থানীয় লোকজনরা TR01-AJ-0478 নাম্বারের একটি মারুতি ভ্যান রাস্তার পাশে পড়ে থাকতে দেখে এলাকার স্থানীয় লোক জনদের সন্দেহের সৃষ্টি হয়। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় মুঙ্গিয়াকামি থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ৭ প্যাকেট অর্থাৎ ৩২ কেজি শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। যার বাজার মূল্য আনুমানিক দেড় লক্ষাধিক টাকা হবে বলে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়া জানান। পরবর্তী সময়ে গাঁজা সহ গাড়িকে উদ্ধার করে থানায় নিয়ে আসে বলে জানা গেছে। অন্যদিকে গাঁজা গুলি উদ্ধার করলেও তার সাথে কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে কোথা থেকে এই গাঁজা গুলি আসে তা সংবাদ লেখা পর্যন্ত জানা যায়নি। তবে পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করেছে।