গোডাউনে অভিযান চালিয়ে আনুমানিক ৫০ লক্ষ টাকার অবৈধ পটকা বাজি উদ্ধার করল বিএসএফ

আপডেট প্রতিনিধি, বক্সনগর, ০১ নভেম্বর || গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল থেকে বক্সনগর মোটর স্ট্যান্ড ও থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে অবৈধ শব্দ বাজির গোডাউনে বক্সনগর বিওপি ও আশাবাড়ি বিওপির ১৫০ ব্যাটেলিয়ান বিএসএফ আধিকারিক ও জওয়ানরা অভিযান চালায়।অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের প্রায় ১২০টি অবৈধ পটকা বাজির ছোট বড় কার্টুন উদ্ধার করে। যার বাজারমূল্য আনুমানিক ৫০ লক্ষ টাকার বেশি। বাজি গুলি উদ্ধার করে জওয়ানরা বক্সনগর বিওপি’তে নিয়ে যায়। জানা গেছে, অবৈধ বাজির গোডাউনের মালিক বক্সনগরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী বাবুল বণিকের। জানা যায়, বাবুল বণিক দীর্ঘদিন ধরে বক্সনগর বাজারে মুদি দোকান দিয়ে রাখলেও তার পেছনে রয়েছে অবৈধ কারবার। আর তাতেই অতি সহজে তিনি রাতারাতি কোটিপতি হয়ে যান। বক্সনগর আশপাশ এলাকায় তার কয়েকটি গোডাউন রয়েছে। যাতে মজুত রয়েছে প্রচুর পরিমাণে অবৈধ বাজি। যেগুলি কোন লাইসেন্স বা কাগজপত্র নেই। রাতের অন্ধকারে পুলিশকে ফাঁকি দিয়ে এই অবৈধ বাজি কারবারি বাবুল বণিক আগরতলা থেকে বক্সনগরের বিভিন্ন গোডাউনে এই অবৈধ বাজি পটকা মজুত রাখেন। যেগুলি বক্সনগরের কিছু পাচারকারী রাতের অন্ধকারে তার গোডাউন থেকে গাড়ি ভর্তি করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচার করে দেয়। এই অবৈধ ব্যবসার সাথে জড়িত রয়েছে যুবসমাজ, বলে অভিযোগ। জানা গেছে, প্রত্যেকদিন বক্সনগর সীমান্ত দিয়ে প্রচুর পরিমাণে অবৈধ পটকাবাজি বাংলাদেশে পাচার করা হয়। এই পটকাবাজির বারুদ দিয়ে বাংলাদেশ বোমা তৈরি করা হয়। আর এই কারণেই হয়তো প্রচুর পরিমাণে বাজি পটকা বাংলাদেশে ভারত থেকে চড়া দামে ক্রয় করে নিয়ে যায়। বক্সনগর বিভিন্ন সীমান্ত দিয়ে বর্তমানে ১৫০ ব্যাটালিয়ন বিএসএফ থাকাকালীন অবস্থায় কোন অবৈধ পাচার সামগ্রী পাচার করতে সমস্যার সম্মুখীন হচ্ছে।সীমান্তের জওয়ানদের ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়তি কাজ করার সুযোগ পেয়ে প্রতিদিন কোন না কোন জায়গায় অভিযান চালাচ্ছেন। এদিনের অভিযানে ছিলেন আশাবাড়ি বিওপি’র কোম্পানি কমান্ডার রমেশ চৌধুরী, বক্সনগর বিওপি কোম্পানি কমান্ডার বিনোদ মেওনা, জি ব্রাঞ্চের অভিষেক সহ আরো অনেকে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*