আপডেট প্রতিনিধি, বক্সনগর, ০৮ ডিসেম্বর || মহারাজ প্রদ্যুৎ কিশোর দেব বর্মণ পাহাড়ে এডিসি দখল করেছে গ্রেটার তিপ্রা ল্যান্ড ইস্যু করেই। এখন আবার পাহাড় থেকে সমতলে আনারসের বাগিচা চাষ শুরু করতে মাঠে তিপ্রাসার সঙ্গে মুসলমান ভাইদেরকেও হাতিয়ার করে আগামী ২০২৩ বিধানসভা নির্বাচনে সর্ব শক্তি নিয়োগ করেই এই রাজ্যের মসনদ দখলের স্বপ্নে বিভোর। তারই অঙ্গ হিসাবে বক্সনগর টাউন হলে সংখ্যালঘু মুসলীম ৪৯৫ পরিবারের লোক তিপ্রা মাথার দলে যোগদান করেছে। এই পরিবারের গুলো বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে তিপ্রা মথা দলে সামিল হয়েছে। বুধবার দুপুরে প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে যোগদান সভার শুভ সূচনা করেন তিপ্রা মথা দলের প্রধান অথিতি তথা রাজ্য কমিটির জেনারেল সেক্রেটারি লেমন দেবর্বমা এবং সিপাহীজলা জেলার সভাপতি বিচিং দেবর্বমা, সহ-সভাপতি নরেন্দ্র বা কিশোর দেবর্বমা। তাদের সহিত বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বক্সনগরের তিপ্রা মাথার নতুন নেতা সখাতুল বসার অহিদুল মিয়া নাহিদুল হক। এই যোগদান পর্বের অনুষ্ঠানে তিপ্রা মাথার জেলা সহ-সভাপতির ভাষনে বলেছেন, পাহাড়ে জনজাতি অংশের মানুষ তাদের আর্থসামাজিক শিক্ষা, সাংস্কৃতিক সুরক্ষা দিয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে এবং জীবন মান বাঁচনের অস্থিত্তের লড়াই করে বেচে থাকার নামই তো তিপ্রা মাথার দল। সমতলে মুসলীম ভোট ব্যাংকে ভাগ বসিয়ে আগামী দিনে ২৬-২৮টি আসনে তিপ্রা মাথা লড়াই করে রাজ্যের রাজনৈতিক ট্রাম কার্ড হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে এবং এই সরকার হবে তিপ্রা মাথার দলের। তাইতো যোগদান সভায় বক্সনগরের নেতারা স্লোগানে বলেন, তিপ্রা মাথা মুসলীম ঐক্য জিনদাবাদ। তবে দেখার বিষয় তিপ্রামাথা আগামী দিনে রাজ্যে মুসলমানদের উপর কতটা প্রভাব বিস্তার করতে পারে।