আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ মে || সামান্য বৃষ্টিতেই জল জমে যায় আগরতলা শহরে। ১৬টি পাম্প ক্রমাগত কাজ করার পরও কেনই বা জল জমে পরছে? সেই প্রশ্ন নিরসনে পথে নেমেছে আগরতলা পুর নিগম। মঙ্গলবার আগরতলা পুর নিগমের পূর্ব জোনের পক্ষ্য থেকে শহরের জল নিকাশি ব্যবস্থা সুচারু করতে মঠ চৌমুহনীতে অবৈধ স্থাপনা বা নির্মাণ কাজ সরিয়ে ফেলতে অভিযান চালায় আগরতলা পুর নিগমের আধিকারীগণসহ প্রশাসনের কর্মকর্তারা।