আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন || দুর্গাবাড়ি চা বাগানের বিরসা মুন্ডা কমিউনিটি হলে সাঁওতাল হুল দিবস পালন করা হয়। বৃহস্পতিবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামুটিয়া বিধানসভার বিধায়ক কৃষ্ণধন দাস, দুর্গাবাড়ি চা বাগানের মুখ্য সচেতক গোপাল চক্রবর্তী সহ বাগানের সকল কর্মকর্তা ও কচিকাঁচারা। এদিন প্রথমে অনুষ্ঠানের অতিথিদের আদিবাসিদের চিরাচরিত রীতি অনুযায়ী জলের ঘট আদান-প্রদান এবং গামছা দিয়ে বরণ করে নেয়া হয়। এরপর প্রদীপ প্রজ্জ্বলন ও সিধু কানুর প্রতিক্রিতিতে পুস্পার্ঘ অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক কৃষ্ণধন দাস সহ অন্যান্যরা।