আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ জুলাই || অন্যান্য বছরের মতো এবছরও ইসকন মন্দিরের উদ্যোগে রথযাত্রা উৎসবের আয়োজন করা হয়। শুক্রবার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা রাজধানীর মঠ চৌমুহনীস্থিত ইসকন মন্দিরে যজ্ঞানুষ্ঠানে অনুষ্ঠানে অংশ নেন। পাশাপাশি রথ উৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন ইসকন মিশন আগরতলার সহ-সভাপতি গোবিন্দ দাস।
এদিন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, রথ যাত্রার দিনে ভগবান জগন্নাথ দেব মর্তে চলে আসেন। মানুষের মধ্যে তিনি বিদ্যমান হন। মানুষের সঙ্গে জগন্নাথ দেবের যে বন্ধন তা রথ যাত্রার দিন সকলে উপলব্ধি করে।