আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই || আড়ালিয়া অরবিন্দ শ্রীমা অনাথ আশ্রমের শিশুদের আনন্দ দেওয়ার জন্য এক অনুষ্ঠানের আয়োজন করে লায়ন্স ক্লাব আগরতলা। রবিবার রাজধানীর উজ্জয়ন্ত মার্কেটে লায়ন্স ক্লাবের কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে কচিকাঁচাদের মধ্যে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।