গোপাল সিং, খোয়াই, ০২ আগস্ট || যুব মোর্চা খোয়াই জেলা কমিটির কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয় রামচন্দ্রঘাট কমিউনিটি হলে। জেলা যুব মোর্চার সভাপতি মানিক দেবনাথ বৈঠকের সভাপতিত্ব করেন। মঙ্গলবার মোট ৪৩ জন প্রতিনিধি এই বৈঠকে অংশ নেয়। সকাল ১১টায় বৈঠক শুরু হয়। প্রথমে শোক প্রস্তাব পাঠ করা হয়। এরপর একে একে সাংগঠনিক প্রতিবেদন, রাজনৈতিক, অর্থনৈতিক ও আগামী দিনের কর্মসূচির প্রস্তাব নিয়ে বিশেষ সাংগঠনিক আলোচনা করা হয়। আসন্ন বিধানসভা নির্বাচনে যুব মোর্চার সাংগঠনিক পরিকাঠামো শক্তিশালী করার লক্ষ্যে সিদ্ধান্ত সমূহ গৃহীত হয়। বৈঠকে আলোচনা করেন তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী, প্রদেশ সহ-সভাপতি অমিত রক্ষিত, খোয়াই জেলা কমিটির সাধারণ সম্পাদক সমীর কুমার দাস, যুব মোর্চা রাজ্য সম্পাদক রানা ঘোস। টানা ৬ ঘন্টা ২৫ মিনিট ধরে চলে এই বৈঠক।