তথ্যমন্ত্রীর উপস্থিতিতে ‘স্বচ্ছ ভারত মিশনের অধীন ‘স্বচ্ছতা পখওয়াড়া’ কর্মশালা আগরতলা টাউন হলে

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর || ‘স্বচ্ছতা হি সেবা’ অভিযানের মাধ্যমে দেশের জনসাধারণের অংশগ্রহণকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ১৫ই সেপ্টেম্বর থেকে ২রা অক্টোবর, ২০২২ এর মধ্যে ‘স্বচ্ছতা হি সেবা’ (পরিচ্ছন্নতা সেবা আন্দোলন) পালনের জন্য ত্রিপুরা রাজ্যেও বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এরই অঙ্গ হিসেবে মঙ্গলবার রাজধানী আগরতলার টাউন হল ঘরে পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের উদ্যোগে ‘স্বচ্ছ ভারত মিশন (গ্রামীণ) এর অধীন ‘স্বচ্ছতা পখওয়াড়া’র মঙ্গলদ্বীপ প্রজ্জ্বলিত করে আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করা হয়।
এদিন ‘স্বচ্ছতা পখওয়াড়া অভিযানের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে বিশেষ স্বচ্ছতা অভিযানের মাধ্যমে নাগরিকদের ব্যবহারিক পরিবর্তনে উৎসাহ, স্বাস্থ্য এবং পরিচ্ছন্নতায় জোর এবং স্বচ্ছতার বার্তা প্রচারে বিশেষ গুরুত্বারোপ। এদিনের এই ‘স্বচ্ছতা পখওয়াড়া’ কর্মসূচীতে রাজ্যের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কমিটি থেকে আগত প্রতিনিধিরা তাঁদের স্বচ্ছতা বিষয়ক বিভিন্ন অভিজ্ঞতা কর্মশালায় তুলে ধরেন। স্বচ্ছতা বিষয়ক এই কর্মশালায় বহিঃরাজ্য থেকে আগত প্রশিক্ষকরা তাঁদের মূল্যবান অভিজ্ঞতা তুলে ধরবেন এবং ত্রিপুরা রাজ্যের প্রতিটি গ্রামকে স্বচ্ছ ও আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলতে তাঁদের মূল্যবান পরামর্শ প্রদান করবেন।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের সচিব কিরণ গিত্যে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত নানাহ সম্মান ও উপাধিসহ অবসরপ্রাপ্ত তথা স্কুল অফ ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং এর বিশিষ্ট অধ্যাপক অরুণাভ মজুমদার, কলকাতার রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদের (জল ও স্বাস্থ্যবিধান) ‘মূল সম্পদ কেন্দ্রের’ সমন্বয়কারী চণ্ডীচরণ দে, পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের মূখ্য বাস্তুকার শ্যামলাল ভৌমিক, জল এবং স্বাস্থ্যবিধান সহায়তা সংস্থা’র ত্রিপুরার দ্বায়িত্বপ্রাপ্ত অধিকর্তা তত্বাবধায়ক বাস্তুকার রাজীব মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*