আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ || ২৩শে মার্চ দেশের স্বাধীনতা আন্দোলনের অন্যতম তিন বিপ্লবী নেতা ভগৎ সিং, সুখদেব এবং রাজ গুরুর শহীদান দিবস। বৃহস্পতিবার যথাযথ মর্যাদায় রাজধানীর ছাত্র-যুব ভবনের সামনে ডি ওয়াই এফ আই, টি ওয়াই এফ, এস এফ আই এবং টি এস ইউ’র যৌথ উদ্যোগে ভগৎ সিং, সুখদেব এবং রাজ গুরুর ৯৩’তম শহীদান দিবস পালন করা হয়। এদিন উপস্থিত সকলেই তাঁদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন। এদিন ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদক নবারুণ দেব বলেন, ভগৎ সিং, সুখদেব এবং রাজ গুরুর দেশবাসীকে ব্রিটিশদের হাত থেকে রক্ষা করার জন্য লড়াইকে অন্যতম জায়গায় নিয়ে দাঁড় করেছিলেন।
পাশাপাশি এদিন AIDSO, AIMSS, AIDYO এই তিনটি সংগঠন যৌথ উদ্যোগে শহীদি আজম ভগৎ সিং এর ৯৩’তম শহীদান দিবস উদযাপন করে। বৃহস্পতিবার রাজধানীর পোস্ট অফিস চৌমুহনীতে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন AIDSO রাজ্য সম্পাদক রামপ্রসাদ আচার্জী সহ অন্যান্যরা।
অন্যদিকে বৃহস্পতিবার যথাযথ মর্যাদার সাথে শহীদ ভগৎ সিং, রাজগুরু, সুখদেবের শহীদ দিবস পালন করা হয় CPI, আঈয়ফ এবং AISF-এর উদ্যোগে বীরচন্দ্র দেব্বর্মা স্মৃতি ভবনে। শহীদ ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন CPI রাজ্য সহ সম্পাদক মিলন বৈদ্য, CPI নেতা বিভাস ভট্টাচার্যী, সুব্রত দেবনাথ, CPI নেত্রী তুলসী দাস কপালি, AIYF নেতা রাকেশ দাস, অসীম শীল, AISF নেতা শুভদীপ মজুমদার, সায়ন পাল এবং সুপ্রিয়া সেনগুপ্ত।