আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ অক্টোবর || রাজ্যের একটি বহুমুখী সামাজিক সংস্থা ‘বহ্নিজ্যোতি’ দ্বারা আয়োজিত সামাজিক দায়বদ্ধতার অঙ্গ হিসাবে রাজধানীর গান্ধীগ্রামস্থিত ‘সান্ধ্যনীড়’ বৃদ্ধাশ্রমে চাল, ডাল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করা হয়। রবিবার সকালে এক ক্ষুদ্র অনুষ্ঠানের মাধ্যমে ‘সান্ধ্যনীড়’ এর সম্পাদক গৌতম রায় বর্মণের নিকট এই খাদ্য সামগ্রী প্রদান করা হয়। এদিন এই অনুষ্ঠানের সূচনা করেন ‘বহ্নিজ্যোতি’ সামাজিক সংস্থার সভাপতি সুজিত কুমার লস্কর। পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন ‘বহ্নিজ্যোতি’ সামাজিক সংস্থার সম্পাদক অসীম কুমার দে।
এদিন ‘বহ্নিজ্যোতি’ আয়োজিত এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সুধাংশু সূত্রধর। তিনি মূলত শ্যামা সঙ্গীত পরিবেশন করেন। পরিশেষে ‘বহ্নিজ্যোতি’ এর সদস্যগণ সহ বিভিন্ন খাদ্য সামগ্রী ‘সান্ধ্যনীড়’ এর সম্পাদক গৌতম রায় বর্মণ ও ম্যানেজারের হাতে প্রদান করা হয়।