চারদফা দাবীর ভিত্তিতে ব্রু সংগ্রমা মথহ সামাজিক সংস্থার সদস্যদের মিছিল

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২১ নভেম্বর || রাজ্য সরকার চাইছে সমগ্র রাজ্যের উন্নয়ন। রাজ্য সরকারের উদ্যেশ্যকে সাফল্যমন্ডীত করতে শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের জনপ্রতিনিধি হয়ে শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে বিধায়ক প্রমোদ রিয়াং।  শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রে প্রতি সপ্তাহে শনিবার বিশাল বড় আকারের বাজার হাট বসে। রাজ্যের বিভিন্নপ্রান্ত থেকে এই বাজার হাটে লোকসমাগম ঘটে। মনপাথর বাজারে সুনির্দিষ্ট কোনো স্ট্যান্ড না থাকার কারনে প্রতি শনিবার বাজার এলাকায় যানজটের সৃষ্টি হয়। এতে করে সাধারন লোকজন থেকে শুরু করে সকলকে বিশেষ অসুবিধার সন্মুখিন হতে হয়। লোকজনদের এই সমস্যা থেকে মু্ক্তি দিতে বাজারের পাশ্ববর্তী জায়গা নির্ধারন করা হয়েছে স্ট্যান্ড নির্মান করার জন্য। এতেই ঘটে বিপত্তি। যেই জায়গা ষ্টেন্ড নির্মানের জন্য নির্ধারন করা হয়েছে সেই জায়গা ব্রু সংগ্রমা মথহ সামাজিক সংস্থার দখলে। জায়গাটিকে নিজেদের দখলে রাখার প্রচেষ্টায় ও উন্নয়নমূলক কাজ করে দিতে ব্রু সংগ্রমা মথহ এর জেনারেল সেক্রেটারি খনারাম রিয়াং এর উদ্দ্যোগে জায়গার পাশে ধর্মীয় ভাবনা যুক্ত করে চার দফা দাবির ভিত্তিতে মনপাথর বাজারে এক মিছিল সংগঠীত করে। এই মিছিল শেষে সকলে পথসভায় মিলিত হয়। এদিন এই মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন ব্রু সংগ্রমা মথহ এর জেনারেল সেক্রোটারি খনারাম রিয়াং, জমাতিয়া সম্প্রদায়ের চৌঁধুরী সাধন জমাতিয়া সহ বিশ্বহিন্দু পরিষদের অন্যান্য সদস্যরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*