আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ ডিসেম্বর || মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রামঠাকুর মহাবিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠিত হয়। এদিন রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১নং হলে আয়োজিত এই নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, বিধায়িকা মীনা রাণী সরকার, রামঠাকুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ, শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক সহ আরো অন্যান্যরা।
এদিন বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল পুঁথিগত শিক্ষার পাশাপাশি মানুষের মত মানুষ হয়ে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নেওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।