কোথায় কোথায় গননা

evmদেবজিত চক্রবর্তী, আগরতলা, ৫ মে ।। এডিসি নির্বাচনের ৬ই মে সকাল ৮টা থেকে ১৬টি কেন্দ্রে ২৮টি স্ট্রং রুমে শুরু হবে ভোট গননা। ১ হাজার ৭৪টি EVM –এর প্রকোষ্ঠে জমা পড়েছে ভোট।
কোথায় কোথায় গননা :- শান্তির বাজার, সাব্রুম, বিশালগড়, করবুক, উদয়পুর, অমরপুর, লংতরাই ভ্যালী, খোয়াই, মোহনপুর, তেলিয়ামুড়া, জিরানীয়া, আমবাসা, গন্ডাছড়া, কুমারঘাট, কাঞ্চনপুর ও জম্পুইজলা।
প্রার্থী সংখ্যা :– মোট আসন ২৮টি।
CPI(M) – ২৫, RSP – ১, CPI – ১, ফরোয়ার্ড ব্লক – ১। কংগ্রেস – ২৮টি, বিজেপি – ১৮টি, IPFT – ২৭টি, INPT – ২৮টি, তৃণমূল – ১৮টি, নির্দল – ১৮ জন।
ভোট কেন্দ্র ছিল :– ২৪৪টি।
ভোটার ছিল :– ৭ লক্ষ ৫৮ হাজার ৫৫৪ জন।
ফাইল ছবি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*