আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট || দু’দিনের অতি ভারী বৃষ্টিপাতের ফলে জলস্তর অতিমাত্রায় বৃদ্ধি পাওয়ায় ডম্বুর জলাশয়ের ৩টি গেটের মধ্যে এক নম্বর গেট খুলে দেওয়া হয়েছে। পরিস্থিতি অবনতির আশঙ্কায় সতর্কতা জানি করা হয়েছে প্রশাসনের তরফে। ইতিমধ্যেই ডম্বুর জলাশয়ের আশেপাশের বসতি গুলো খালি করে সাধারণ মানুষকে নিয়ে যাওয়া হয়েছে ক্যাম্পে।