বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৬ সেপ্টেম্বর || শান্তিরবাজার পূর্ত দপ্তর প্রতিনিয়ত নিষ্ঠার সহিত কাজ করে থাকেন। সমগ্র শান্তিরবাজার মহকুমায় উন্নয়নমূলক কর্মসূচীর মধ্যে প্রথম স্থানে রয়েছে শান্তিরবাজার পূর্তদপ্তর। পূর্ত দপ্তরের আধীকারিকরা উন্নয়নমূলক কর্মসূচীর ছারাও প্রতিনিয়ত লোকজনের সুখে দুঃখে সকলের পাশে দাঁড়ান। বিগত কিছুদিন পূর্বে বন্যায় ক্ষতিগ্রস্থ লোকজনদের নানানভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন পূর্ত দপ্তর। শান্তিরবাজার পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ তাপস মারাক ও এসডিও প্রবীর বরন দাসের প্রচেষ্টায় এই ধরনের সামাজিক কর্মসূচী করা হচ্ছে। বর্তমানে আসছে উৎসবের মরসুম। এই উৎসবের সময়ে যাতে করে সকলে বিগতদিনের দুঃখ ভুলে গিয়ে পূজার আনন্দে মাতোয়ারা হয়ে উঠতে পারে তারই প্রয়াস চালিয়ে যাচ্ছে পূর্ত দপ্তর। এই উৎসবের মরশুমে অন্যান্য বছরের ন্যায় এইবছরও দেবশিল্পী বিশ্বকর্মা পূজার আয়োজন করেছেন পূর্ত দপ্তর। বিশ্বকর্মা পূজা উপলক্ষ্যে শান্তিরবাজার মহকুমার বিভিন্ন বিদ্যালয় থেকে ছাত্র ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয় বসেআঁকো প্রতিযোগীতা। যার মধ্যে রয়েছে নার্সারি থেকে প্রথম শ্রেণী যেমন খুশি তেমন আঁকো, দ্বিতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী বৃষ্টির দিন, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী বন্যা প্লাবিত ত্রিপুরা, এই সকল বিষয়ে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এদিন এই প্রতিযোগীতায় ৪০০ এর অধীক ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। মঙ্গলবার পূজারদিন প্রতিটি বিভাগ থেকে প্রথম থেকে পঞ্চম পর্যন্ত বাছাই করে পুরুষ্কার দেওয়া হবে। শান্তিরবাজার পূর্ত দপ্তরের উদ্দ্যোগে আয়োজিত এই প্রতিতোগীতায় অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়। এইধরনের অনুষ্ঠানের আয়োজন করাতে সকলে পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ তাপস মাকার ও এসডিও প্রবীর বরন দাসকে ধন্যবাদ জানিয়েছেন।