জয়নগরস্থিত নবদিগন্তে ম্যালেরিয়া টিকাকরন কর্মসূচী পালন

kjbgjkদেবজিত চক্রবর্তী , আগরতলা, ২৫ মে ।। সাম্প্রতীক অতীতে ত্রিপুরায় ম্যালেরিয়া আক্রান্ত হয়ে জীবনহানির বেশ কিছু ঘটনা হয়েছে। বিশেষ করে পাহাড়ী অঞ্চলে ম্যালেরিয়া আক্রান্ত হয়ে শিশুদের মৃত্যু হয়েছে। ম্যালেরিয়া প্রতিরোধে রাজ্য স্বাস্থ্য দপ্তর বিভিন্ন ব্যবস্থা গ্রহন করেছে – মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে দপ্তর। সোমবার জাপানী এনকেফেলাইটিস প্রতিরোধে সরকারী কর্মসূচীর অঙ্গ হিসেবে জয়নগরস্থিত নবদিগন্ত উপস্বাস্থ্য কেন্দ্রে ১ থেকে ১৫ বছরের শিশুদের টিকাকরন কর্মসূচী পালন করা হয়েছে। জয়নগরস্থিত নবদিগন্ত উপস্বাস্থ্য কেন্দ্রে জাপানী এনকেফেলাইটিস টিকাকরন কর্মসূচীতে এলাকার মায়েরা শিশুদের নিয়ে হাজির ছিলেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*