আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর || ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার’স এসোসিয়েশনের উদ্যোগে শনিবার আগরতলা পুর নিগমের ৩৪ নং ওয়ার্ড এলাকাবাসীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এদিন রাজধানীর দশমীঘাট মুক্তমঞ্চে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার প্রমুখ।
একই দিনে ৮নং টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আগরতলা পুর নিগমের ৩৩নং ওয়ার্ডের বাঁশবাজার এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়। এদিন এই কর্মসূচিতে অংশগ্রহণ করে এলাকাবাসীদের হাতে শীতবস্ত্র তুলে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
এই ধরণের সামাজিক উদ্যোগ গ্রহণ করায় উদ্যোক্তাদের সাধুবাদ জানান রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।