এক দিবসীয় সব্জি ও ফুল প্রদর্শনী

সুব্রত দাস, গন্ডাছড়া, ০৯ ফেব্রুয়ারী || বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কৃষক ও কৃষক কল্যাণ দপ্তর গন্ডাছড়া কৃষি মহকুমা আধিকারিকের উদ্যোগে শুক্রবার কৃষি ও কৃষক দপ্তর প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এক দিবসীয় সব্জি, ফুল প্রদর্শনী ও প্রতিযোগীতামূলক অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিটিএএডিসি’র এআর ডিডি এবং মৎস্য দপ্তরের জনপ্রিয় ইএম রাজেশ ত্রিপুরা, ডুম্বুরনগর ব্লকের ভাইস চেয়ারম্যান বিকাশ চাকমা সহ সংশ্লিষ্ট দপ্তরের উর্ধতন কর্মকর্তারা। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে উক্ত অনুষ্ঠানের শুভ সূচনা করেন ইএম রাজেশ ত্রিপুরা। স্বাগত ভাষণ রাখেন গন্ডাছড়া কৃষি মহকুমা আধিকারিক চন্দ্রকুমার রিয়াং।
স্বাগত ভাষনে এগ্রি সুপার জানান, বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়েও গন্ডাছড়া মহকুমায় নিবিড়ভাবে কৃষক ও জুমিয়াদের আর্থিক মানন্নয়নে কাজ করে চলেছে গন্ডাছড়া কৃষি দপ্তর। চন্দ্রকুমার রিয়াং আরো জানান, শুক্রবারের একদিনের উক্ত প্রদর্শনীতে মোট ঊনচল্লিশ জন কৃষক জুমিয়া তাঁদের নিজস্ব উৎপাদিত ফসল নিয়ে অংশগ্রহণ করেছে। তাছাড়াও ১৩ জন ফুল চাষী বিভিন্ন প্রজাতির ফুলের পসরা নিয়ে উক্ত প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন অন্যান্যদের মধ্যে ডুম্বুরনগর ব্লকের ভাইস চেয়ারম্যান বিকাশ চাকমা এবং ইএম রাজেশ ত্রিপুরা। বক্তারা কৃষক এবং জুমিযাদের নিজেদের ফসল উৎপাদনে আরো বেশী করে সজাগ দৃষ্টি রাখার জন্য কৃষক ও কৃষক কল্যাণ দপ্তরের কর্মীদের প্রতি আহ্বান জানান। শেষে ট্রাক্টর, পাম্প সেট এবং মোটর সহ বিভিন্ন সরঞ্জাম কৃষকদের হাতে তুলে দেন অতিথিরা। তাছাড়াও সব্জি ও ফুল প্রদর্শনীতে যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে তাঁদের হাতেও পুরস্কার তুলে দেন অতিথিরা। গন্ডাছড়া কৃষি মহকুমা দপ্তর কর্তৃক আয়োজিত উক্ত অনুষ্ঠানকে ঘিরে কৃষক এবং জুমিয়াদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। উক্ত অনুষ্ঠানেই সকলকে মধ্যাহ্ন ভোজন করানো হয় দপ্তরের পক্ষ থেকে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*