আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ ফেব্রুয়ারী || বৃহস্পতিবার সস্ত্রীক প্রয়াগরাজ মহাকুম্ভ মেলাতে পূণ্যস্নান করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
এদিন মুখ্যমন্ত্রী পবিত্র ত্রিবেণী সঙ্গমে পূণ্যস্নান করে নিজের সোস্যাল মিডিয়া পোস্ট করে লিখেন, ‘ওঁ নমো গঙ্গায়ে বিশ্বরূপিনী নারায়ণী নমো নমঃ।’ তিনি লিখেন, ‘মহাকুম্ভ উপলক্ষ্যে আজ প্রয়াগরাজ তীর্থে পৌঁছে পবিত্র ত্রিবেণী সঙ্গমে পূণ্যস্নানে সামিল হই। মোক্ষপ্রদায়ীনি মা গঙ্গার নিকট সকল রাজ্যবাসীর মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করি। হর হর গঙ্গে।’