আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ ফেব্রুয়ারী || পাহাড়ি রাজ্য ত্রিপুরাও পেতে চলেছে বন্দে ভারত ট্রেন। আগরতলা-গুয়াহাটি রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালুর প্রস্তুতি শুরু করেছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে। জানা যায়, আগরতলা-গুয়াহাটি রুটে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন সকাল ৬টায় আগরতলা থেকে ছেড়ে দুপুর ১টা ৩০ মিনিটে গুয়াহাটি পৌঁছাবে। সেদিনই দুপুর ২টায় গুয়াহাটি থেকে ফিরে রাত ৯টা ৩০ মিনিটে আগরতলায় এসে পৌঁছাবে।
জানা যায়, ট্রেনটি আগরতলা থেকে গুয়াহাটি যাওয়ার পথে আমবাসা, ধর্মনগর, নিউ করিমগঞ্জ, বদরপুর ও হোজাই স্টেশনে থামবে। তবে আনুষ্ঠানিক ঘোষণার পর ট্রেন চালুর নির্দিষ্ট তারিখ জানা যাবে বলে জানা গেছে।