আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ মার্চ || রাজধানীর সেন্ট্রাল রোডস্থিত শিববাড়ি সংলগ্ন পুকুরের কাজ পরিদর্শনে গেলেন বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। শুক্রবার এই পুকুরের কাজ পরিদর্শনকালে মেয়রের সাথে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ ২০নং পুর ওয়ার্ডের করর্পোরেটর রত্না দত্ত।
এদিন পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মেয়র বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহার নির্দেশে সেন্ট্রাল রোডস্থিত শিববাড়ি সংলগ্ন পুকুরের কাজ পরিদর্শন করতে আসেন তিনি। এই পুকুরটির আধুনিকরণের কাজ চলছে।