আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ মার্চ || গকুলনগর সিটিআই ক্যাম্প সংলগ্ন এলাকায় লিপিকা দাশগুপ্ত মেমোরিয়াল স্কুলে চতুর্থ বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রদ্বীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রী ছাড়াও এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী অনিমেষ দেববর্মা, কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেব, বিশালগড় বিধানসভার বিধায়ক সুশান্ত দেব, বিদ্যালয়ের কর্ণধার গৌরব দাস গুপ্ত সহ অন্যান্যরা।
এদিন বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বিদ্যালয়ের উন্নতি ও শ্রীবৃদ্ধি কামনা করে বলেন, রাজ্যে সরকার বর্তমান শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন প্রান্তে সরকারি বেসরকারি বিদ্যালয় গুলির শিক্ষার মান যাতে আরো এগিয়ে নেওয়া যায় সেদিকে লক্ষ্য রেখে রাজ্য সরকার এগিয়ে যাচ্ছে। শিক্ষার মাধ্যমে রাজ্য এবং দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে, রাজ্য সরকার শিক্ষা প্রতিষ্ঠানের উপর নজর রয়েছে যাতে শিক্ষার গুণগতমান আরো বৃদ্ধি করা যায়।