বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১২ মার্চ || রাজ্য সরকার চাইছে কৃষকদের আয় দ্বিগুণ করতে। রাজ্য সরাকারের উদ্দ্যেশ্যকে সাফল্যমন্ডীত করতে কাজ করে যাচ্ছে ঋষ্যমুখ কৃষি দপ্তর। ঋষ্যমুখ কৃষি দপ্তরের তত্বাবধায়কের সহযোগীতায় দক্ষিন সোনাইছড়ী এলাকার গোপাল শীল নামে এক কৃষক আপেল কূল ও কাশ্মীরি কুল চাষ করে সফলতা অর্জন করে। এইকথা জানার পর বুধবার সফল কৃষককের কূলগাছ পরিদর্শনে যান ঋষ্যমুখ কৃষি দপ্তরের তত্বাবধায়ক সুজিত কুমার দাস। তিনি কৃষকের কৃষিজ জমি ও কূলগাছ পরিদর্শন করেন। কূল চাষে লোকজনদের আগ্রহ বারাতে ও কূল চাষীকে আগামীদিনে সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন কৃষি দপ্তরের তত্বাবধায়ক সুজিত কুমার দাস।
এদিন তিনি জানান, কৃষক গোপাল শীল এই কূল চাষ করে সেগুলি বাজারজাত করে গতবছর প্রায় ১ লক্ষ টাকা উপার্জন করেছে। কৃষকের এই উপার্জন এই বছর দ্বিগুণ হয়েছে। কৃষক গোপাল শীল এইবছর কূল বাজারজাত করে প্রায় ২ থেকে আরাই লক্ষ টাকা উপার্জন করেছে বলে জানান। গোপাল শীল জানান, তিনি কৃষি দপ্তরের সহযোগীতায় ২০০ টি কূল গাছের চারা লাগিয়েছে। বর্তমান সময়ে তিনি কূলচাষ করে সফলতা অর্জন করেছে। কূল চাষের পাশাপাশি তিনি অন্যান্য সব্জী চাষ করে বলে জানান। কৃষি দপ্তর থেকে সহযোগীতা পেয়ে এবং এদিন দিনে কৃষিদপ্তরের তত্বাবধায়ক সুজিতকুমার দাসকে কাছে পেয়ে খুবই আনন্দিত কৃষক গোপাল শীল।