২১শে মার্চ থেকে শুরু হচ্ছে ত্রিপুরা বিধানসভার ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট অধিবেশন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ মার্চ || আগামী ২১শে মার্চ থেকে শুরু হচ্ছে ত্রিপুরা বিধানসভার ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট অধিবেশন। ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনকে সামনে রেখে বুধবার ত্রিপুরা বিধানসভার কনফারেন্স হলে বিএসি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সহ বিএসি কমিটির অন্যান্য সদস্য সদস্যারা।

এদিনের এই বৈঠকে সিদ্ধান্ত হয় আগামী ২১শে মার্চ থেকে শুরু হবে ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশন, শেষ হবে ১লা এপ্রিল। এই সময়ের মধ্যে মোট ৭ দিন অর্থাৎ ২১শে, ২৪শে, ২৫শে, ২৬শে, ২৭শে ,২৮শে মার্চ এবং ১লা এপ্রিল অধিবেশন বসবে। জানা যায়, অধিবেশনের প্রথম দিন বাজেট পেশ করা হবে। প্রথম সাপ্লিমেন্টারি বাজেট পেশ করা হবে। তারপর ২০২৫-২৬ অর্থ বছরের জন্য বাজেট পেশ করা হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*