আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ মার্চ || নতুন দুটি পোস্টে ১৫২ জনকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বুধবার মহাকরণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে শূন্য পদগুলি পূরণের ঘোষণা দেন রাজ্যের খাদ্য, জনসংভরণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।
এদিন তিনি বলেন, রাজ্যের বিদ্যাজ্যোতি স্কুল গুলোতে কম্পিউটার সাইন্সে ১১৮টি পিজিটি শিক্ষক নিয়োগের অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। শীঘ্রই নিয়োগ করা হবে এই ১১৮টি শূন্যপদে। শিক্ষাগত যোগ্যতা হতে হবে পোস্ট গ্রেজুয়েট। বিএড থাকা বাধ্যতামূলক। এই পরীক্ষা পরিচালনা করবে টিআরবিটি।
একইসঙ্গে রাজ্যের খাদ্য দপ্তরের অধীন গ্ৰুপ-সি পদে ৩৫টি শূন্যপদে সিনিয়র স্টোর গার্ড নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রীসভায়। জেআরবি টি’র মাধ্যমে এই পদে নিয়োগ করা হবে। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক উত্তীর্ণ।
