সুব্রত দাস, গন্ডাছড়া, ১৩ মার্চ || ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার শিক্ষা ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে বলে আম আদমির অভিযোগ। দীর্ঘদিন যাবত খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিল মহকুমার প্রায় প্রতিটি বিদ্যালয়। গন্ডাছড়া মহকুমার সিংহভাগ বিদ্যালয়ে ছাত্রছাত্রী আছে তো শিক্ষক নেই, আবার কোনো কোনো বিদ্যালয়ে শিক্ষক আছে তো ছাত্রছাত্রী নেই। এডিসি, নন-এডিসি’র প্রতিটি বিদ্যালয়ের একই অবস্থা। গন্ডাছড়া মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের এই ছন্নছাড়া অবস্থা দেখে নড়েচড়ে বসে এমডিসি ভূমিকানন্দ রিয়াং এবং সদ্য নব নিযুক্ত মন্ডল সভাপতি ধন্যমানিক ত্রিপুরা।গন্ডাছড়া মহকুমায় শিক্ষার হাল ফেরাতে এবার ব্যাপক উদ্যোগ নিয়েছে এমডিসি ভূমিকানন্দ রিয়াং এবং সমাজসেবক ধন্যমানিক ত্রিপুরা। নব নিযুক্ত মন্ডল সভাপতি তথা সমাজসেবক ধন্যমানিক ত্রিপুরা বুধবার ধলাই জেলার জেলাশাসকের সঙ্গে দেখা করে গন্ডাছড়া মহকুমার নড়বড়ে শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করেন এবং মহকুমার বেশ কয়েকটি বিদ্যালয়ের পড়াশোনার মনোন্নয়ন ঘটাতে পূর্ণ পরিকাঠামো গড়ার জন্য জেলা শাসকের নিকট জোড় দাবী জানান। গন্ডাছড়া মহকুমা সদর সংলগ্ন পি এম শ্রী কবিগুরু স্মৃতি বিদ্যালয়ে অতিরিক্ত দালানবাড়ি নির্মাণ করে শ্রেণী কক্ষ বাড়ানো এবং শিক্ষকের সংখ্যা বাড়ানো, বিদ্যাজ্যোতি বিদ্যালয়ে ইংরেজি শিক্ষকের সংখ্যা বাড়ানোর দাবী জানান। সমাজ সেবক ধন্যমানিক ত্রিপুরা জানান ধলাই জেলা শাসক খূব সহসাই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। নবনিযুক্ত মন্ডল সভাপতি ধন্যমানিক ত্রিপুরার এহেন কাজকর্মে খুশী সাধারণ লোকজন।