আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ মার্চ || ত্রিপুরা রাজ্য এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক একটি সুসংহত স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। বৃহস্পতিবার খয়েরপুর বিধানসভার দুর্গা চৌধুরী পাড়া এলাকায় এই মহতি কার্যক্রমে অংশগ্রহণ করেন বিধায়ক রতন চক্রবর্তী।
এদিন এই স্বাস্থ্য শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুরাতন আগরতলার ব্লক চেয়ারম্যান ঝর্না রাণী দাস, পুরাতন আগরতলা ব্লক বিডিও শান্তনু দও সহ ঐ এলাকার প্রধান, উপ-প্রধান ও স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ।
এই স্বাস্থ্য শিবিরে বিধায়ক রতন চক্রবর্তীরও স্বাস্থ্য পরীক্ষা করা হয়।