মহামুনি বিহার প্রাঙ্গনে ৭৮’তম মহামুনি মেলার সূচনা করলেন মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ মার্চ || বৃহস্পতিবার দক্ষিণ ত্রিপুরা জেলা সফরে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন তিনি দক্ষিণ ত্রিপুরা জেলার মনু-বনকুলের মহামুনি বিহার প্রাঙ্গনে ৭৮’তম মহামুনি মেলার সূচনা করেন। এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বুদ্ধের প্রাণ প্রতিষ্ঠা, মহা সংঘ দান, উৎসর্গ এবং ৫ দিন ব্যপী ধর্ম দেশনা অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী।

এরপর বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘বুদ্ধং স্মরণং গচ্ছামি’। ‘সর্বধর্ম সমভাব’ এর চেতনায় উদ্বুদ্ধ রাজ্য সরকারের পৃষ্ঠপোষকতায় ত্রিপুরায় সকল জাতি-ধর্মের উৎসব উৎযাপনে এক নতুন মাত্রা যোগ হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

পাশাপাশি এদিন দক্ষিণ ত্রিপুরা সফরকালে বনকুলে অবস্থিত ধাম্মাদীপা স্কুল ও আন্তর্জাতিক বুদ্ধিষ্ট বিশ্ববিদ্যালয় পরিসরটি পরিদর্শন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। অত্যন্ত সুন্দর পরিবেশে গড়ে ওঠা এই বিশ্ববিদ্যালয়ে স্থাপিত প্রার্থনাকেন্দ্রে প্রার্থনা করেন মুখ্যমন্ত্রী।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*